ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নেছারাবাদে ট্রলার বোঝাই সুন্দরী কাঠ জব্দ, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
নেছারাবাদে ট্রলার বোঝাই সুন্দরী কাঠ জব্দ, আটক ২

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় একটি ট্রলার থেকে সুন্দরী কাঠসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার দৈহারী ইউনিয়নের গনকপাড়া খাল থেকে কাঠগুলো জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার বেল্লাল ও মান্নান।

উপজেলার পাটিকেলবাড়ি পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) আব্দুল জলিল আহম্মেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাটিকেলবাড়ি ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে গনকপাড়া খাল থেকে সুন্দরী কাঠ বোঝাই একটি ট্রলার আটক করে। এ সময় ট্রলার থেকে দুইজনকে আটক করা হয়।  

তিনি আরও জানান, কাঠগুলো সুন্দরবন থেকে পাচার করে আনা হয়। জব্দকৃত কাঠগুলো ট্রলার থেকে নামিয়ে গণনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।