ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় ১০ কেজি গাঁজাসহ ‍যুবক আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
চান্দিনায় ১০ কেজি গাঁজাসহ ‍যুবক আটক

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলায় একটি প্রাইভেটকারের জ্বালানি ট্যাংকে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা আটক করেছে হাইওয়ে পুলিশ।

এ ঘটনায় গাড়ির চালক ইমরান হোসেন (২৪) নামে নামে এক যুবককে আটক করা হয়।



বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাওতলা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়।

আটক ইমরান হোসেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দেউস গ্রামের আব্দুল জলিলের ছেলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গাড়ির চালকসহ গাড়িটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।