ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে মাদক প্রতিরোধে র‌্যালি ও সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
বেনাপোলে মাদক প্রতিরোধে র‌্যালি ও সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদফতরের আয়োজনে বেনাপোলে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় বেনাপোল স্থলবন্দর এলাকায় ও র্যালি ও সমাবেশ করা হয়।



স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নেতৃত্বে র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

র্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন, সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ. সালাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিচারক নাজমুল কবির, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।

সমাবেশ থেকে যেকোনো মূল্যে মাদক নির্মূলের অঙ্গীকার করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।