ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধনবাড়ীতে সরকারি গাছ কাটায় ২ জনের জেল

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
ধনবাড়ীতে সরকারি গাছ কাটায় ২ জনের জেল

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়  অনুমতি ছাড়া সরকারি গাছ কাটার দায়ে ধনবাড়ী নওয়াব এস্টেটের দুই কর্মচারীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা রিনির ভ্রাম্যমাণ আদালত এ সাজার নির্দেশ দেন।



দণ্ডপ্রাপ্তরা হলেন, রবি দাস (৩৫) ও লালন মিয়া (৩৮)।

স্থানীয়রা জানায়, রবি ও লালন মিলে ধনবাড়ী ঈদগাহ মাঠ ও তার পাশের সড়কের ১৪টি সরকারি গাছ কেটে নেন। এ অপরাধে বুধবার তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে ওই দুইজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।