ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
রংপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

রংপুর: রংপুর টাউন হল চত্বরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে রংপুরের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) কাজী হাসান আহম্মেদ মেলার উদ্বোধন করেন।



এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তনিমা তাসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. এটিএম মাহবুব উল-করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাইন বিল্লাহ, জেলা তথ্য অফিসার হুমায়ুন কবির প্রমুখ।

মেলায় সরকারি-বেসরকারি ৩৯টি প্রতিষ্ঠানের স্টল রয়েছে। এছাড়া প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, আলোচনা সভা, ভিডিওচিত্র প্রদর্শনীর ‍আয়োজন রয়েছে।

মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।