ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ডেপুটি স্পিকারের মায়ের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ডেপুটি স্পিকারের মায়ের দাফন সম্পন্ন

গাইবান্ধা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার মা হামিদুন্নেছার দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।



এর আগে, বুধবার দুপুর ১২টা ২০মিনিটে নিজ বাসভবন সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৭ বছর। তিনি ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন- জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য ইউনুস আলী সরকার, মঞ্জুরুল ইসলাম লিটন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ-শামস-উল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ।  

 

**ডেপুটি স্পিকারের মায়ের ইন্তেকাল


বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।