ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগে মামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগে চার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
 
বুধবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে মুক্তিযোদ্ধা আবু বক্কর বাদী হয়ে গাংনী থানায় এ মামলা দায়ের করেন।


 
এদিকে, মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাংনী উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ।
 
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন ও উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি গাংনী বড়বাজার ট্রাফিক আইল্যান্ড থেকে শুরু হয়ে হাসপাতাল বাজার ঘুরে একই স্থানে শেষ হয়।
 
মিছিল শেষে গাংনী ট্রাফিক আইল্যান্ড চত্তরে অনুষ্ঠিত আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ও যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন।
 
বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
 
সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা আবু বক্কর ও পৌরসভার সাবেক কমিশনার আলেহিম হোসেনের মধ্যে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ভাঙচুরের ঘটনা ঘটে।  
 
এ সময় সাবেক কমিশনার আলেহিম হোসেন ও তার সহযোগীরা মুক্তিযোদ্ধা আবু বক্করকে মারধর করেছেন বলে তার অভিযোগ। এ ঘটনায় আলেহিম হোসেনকে ১নং আসামি করে গাংনী থানায় মামলা করেছেন তিনি।
 
বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।