ফেনী: ফেনীর দাগনভূঞায় ট্রাকচাপায় মোকলেসুর রহমান (৮২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে দাগনভূঞা পৌরশহরের গণিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোকলেসুর রহমান পৌরসভার কৃষ্ণরামপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, গণিপুর বাজার এলাকায় মোকলেসুর রহমান রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ফেনীগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এমজেড