মাদারীপুর: মাদারীপুরে অগ্নিদগ্ধ হয়ে ইউসুফ আলী মাতুব্বর (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার রাতে(২৭ জানুয়ারি) মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের বীরাঙ্গল গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইউসুফ আলী বীরাঙ্গল গ্রামের আমিমুদ্দিন মাতুব্বরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী জানান, তিন দিন আগে বাঁশ, পাটকাঠির বেড়া ও টিন দিয়ে নিহত ইউসুফের ভাই দুদুমিয়া মাতুব্বর একটি ঘর তোলেন। সেই ঘরে দুদু মিয়ার মানসিক প্রতিবন্ধী ভাই ইউসুফ আলী আগুনে পুড়ে মারা গেছেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, ইউসুফ মানসিক রোগী। তিনি এলাকায় সবার কাছে ‘পাগল’ হিসেবেই পরিচিত। তিনি সব সময় বিড়ি, সিগারেট ও ম্যাচ সঙ্গে রাখতেন। আমরা ধারণা করছি, ঘুমের ঘোরে ধুমপান করলে হয়তো সেই আগুনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
পিসি