ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে অগ্নিদগ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
মাদারীপুরে অগ্নিদগ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরে অগ্নিদগ্ধ হয়ে ইউসুফ আলী মাতুব্বর (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার রাতে(২৭ জানুয়ারি) মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের বীরাঙ্গল গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার(২৮ জানুয়ারি)সকালে লাশ উদ্ধার করেছে পুলিশ।

ইউসুফ আলী বীরাঙ্গল গ্রামের আমিমুদ্দিন মাতুব্বরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী জানান, তিন দিন আগে বাঁশ, পাটকাঠির বেড়া ও টিন দিয়ে নিহত ইউসুফের ভাই দুদুমিয়া মাতুব্বর একটি ঘর তোলেন। সেই ঘরে দুদু মিয়ার মানসিক প্রতিবন্ধী ভাই ইউসুফ আলী আগুনে পুড়ে মারা গেছেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, ইউসুফ মানসিক রোগী। তিনি এলাকায় সবার কাছে ‘পাগল’ হিসেবেই পরিচিত। তিনি সব সময় বিড়ি, সিগারেট ও ম্যাচ সঙ্গে রাখতেন। আমরা ধারণা করছি, ঘুমের ঘোরে ধুমপান করলে হয়তো সেই আগুনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।