রূপগঞ্জ(নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসনা হেনা (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছেন তার স্বামী আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ মাসাবো এলাকায় ঘটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
হাসনা হেনা জেলার সোনারগাঁও উপজেলার পেরাব এলাকার মৃত আব্দুল হামিদ মোল্লার মেয়ে ও নোয়াখালী জেলার হাতিয়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল ৮টার দিকে পারিবারিক বিষয়াদি নিয়ে হাসনা হেনার সঙ্গে স্বামী আনোয়ার হোসেনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আনোয়ার হোসেন গলাটিপে হাসনা হেনাকে হত্যা করে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন থানা পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। ঘাতক স্বামী আনোয়ার হোসেনকে আটকের চেষ্টা চলছে। মৃতদেহটি নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
পিসি/