সিরাজগঞ্জ: যমুনা পাড়ের দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের সিরাজগঞ্জ উপ-কেন্দ্র।
বুধবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার(২৮ জানুয়ারি) ভোর পর্যন্ত সদর উপজেলার কড্ডার মোড়, পৌর এলাকার রেলগেট, মিরপুর ওয়াবদা বাঁধ, মতি সাহেবের ঘাট, বড়পুল, কাঠেরপুল, চৌরাস্তা, কাজীপুর রাস্তার মোড়, বাসস্ট্যান্ড ও সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন এলাকায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস.এম মাহফুজুল হোসেন, সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির উপ-মহাব্যবস্থাপক মো. ইমাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
পিসি ।