ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

১ ফেব্রুয়ারি থেকে সুপ্রিম কোর্টের কজলিস্ট শুধুই অনলাইনে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
১ ফেব্রুয়ারি থেকে সুপ্রিম কোর্টের কজলিস্ট শুধুই অনলাইনে

ঢাকা: আগামী ০১ ফেব্রুয়ারি থেকে কাগজের তালিকা উঠিয়ে দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্টের কার্যতালিকা (কজলিস্ট) ও মামলার তথ্য পুরোপুরি অনলাইনে প্রকাশ করা হবে। ফলে দীর্ঘদিনের পুরনো কাগজের কার্যতালিকা আর থাকছে না।


বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ প্রমুখ।     
 
মামলাজট ও জনদুর্ভোগ কমানো, খরচ বাঁচানো এবং ডিজিটাল কার্যক্রমের অংশ হিসেবে কাগজের কার্যতালিকা তুলে দেওয়া হচ্ছে বলে জানান আমিনুল ইসলাম।
 
গত বছরের ০১ নভেম্বর থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যতালিকা (কজলিস্ট) কাগজে ছাপানোর পাশাপাশি একযোগে অনলাইনেও প্রদর্শন করা শুরু হয়। তিনমাস পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি অনুসরণ করার পর ০১ ফেব্রুয়ারি মাস থেকে কাগজে ছাপা কার্যতালিকা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হচ্ছে।


এর আগে গত বছরের অক্টোবর মাসের শুরুতে কজলিস্টের পুরো কার্যক্রম অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছিলেন সুপ্রিম কোর্ট প্রশাসন। ওই সময় একটি নির্দেশনাও জারি করা হয়।

নির্দেশনায় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়, ০১ নভেম্বর থেকে উভয় বিভাগের কজলিস্ট অনলাইনে এবং কাগজে ছাপা একত্রে তিনমাস পরীক্ষামূলকভাবে চালু থাকার পর কাগজের কার্যতালিকা সম্পূর্ণরুপে বন্ধ করে দেওয়া হবে।

এজন্য  আগের দিন সন্ধ্যা ছয়টার মধ্যে আপিল বিভাগের কার্যতালিকা প্রস্তুতকারী ডেপুটি রেজিস্ট্রার এবং হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসারদের পরবর্তী দিনের অনুমোদিত কার্যতালিকা ওয়েবসাইটে প্রবিষ্ট (input) করতে হবে।

এতে আরও বলা হয়, ০১ নভেম্বর থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যতালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের (www.supremecourt.gov.bd) মাধ্যমে অনলাইনে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এ তারিখ থেকে তিনমাস পরীক্ষামূলকভাবে কাগজে ছাপা ও অনলাইন কার্যতালিকা ব্যবস্থা একত্রে চালু থাকার পর কাগজে কার্যতালিকা ছাপা সম্পূর্ণরুপে বন্ধ করে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।