ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধ অস্বীকার আইনের খসড়া তৈরির কাজ চলছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
মুক্তিযুদ্ধ অস্বীকার আইনের খসড়া তৈরির কাজ চলছে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

ঢাকা: মুক্তিযুদ্ধ অস্বীকার আইনের খসড়া তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।  

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

 

তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অস্বীকার করবে তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে।

মুক্তিযোদ্ধাদের নিয়ে কেউ কটাক্ষ করলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলেও জানান মন্ত্রী আনিসুল হক।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসএমএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।