ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মুজিবনগরে আটক ২ পর্যটককে ফেরত দিলো বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
মুজিবনগরে আটক ২ পর্যটককে ফেরত দিলো বিএসএফ

মেহেরপুর: মুজিবনগর সীমান্তে বেড়াতে গিয়ে আটক হওয়া দুই পর্যটককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এরা হলেন, বগুড়া জেলার শেরপুর উপজেলার বড়পুকুরিয়া গ্রামের আনিছুর রহমানের ছেলে আবুল হাশেম (১৫) ও একই জেলার রানীহাট এলাকার নজরুল ইসলামের ছেলে সুলতান রহমান (১৬)।

এরা দু’জনেই ছাত্র।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে মুজিবনগর আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৫ নম্বরের কাছে ঘুরতে গেলে ভারতের হৃদয়পুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

এ ঘটনায় সকাল সোয়া ১০টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মুজিবনগর ক্যাম্পের সদস্যরা পর্যটকদের ফেরত চেয়ে হৃদয়পুর ক্যাম্পে চিঠি পাঠান।

বিএসএফের পক্ষ থেকে সাড়া দিয়ে আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১০৫ নম্বরের কাছে মুজিবনগর বিজিবি ক্যাম্প ও ভারতের হৃদয়পুর বিএসএফ ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুই পর্যটককে ফেরত দেন তারা।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ছয় সদস্যের দলের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির মুজিবনগর ক্যাম্পের কমান্ডার সুবেদার রুস্তম আলী ও ভারতের হৃদয়পুর ক্যাম্পের কমান্ডার ইএসসি নরেন্দ্র কুমার।
 
সুবেদার রুস্তম আলী জানান, বিএসএফের কাছ থেকে ফেরত পাওয়ার পর দুই ছাত্রকে মুজিবনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বাংলানিউজকে জানান, ফেরত আসা দুই ছাত্র শারীরিকভাবে অসুস্থ্য, এ কারণে তাদের মুজিবনগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চেকআপ করার জন্য পাঠানো হয়েছে। তবে তাদের ভর্তি করা হতে পারে বলেও জানান তিনি।

৬ বিজিবি চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আনোয়ার জাহিদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে পর্যটকদের ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে তারা মুজিবনগর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।