ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ, রেল স্টেশনসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত মাদ্রাসা ছাত্রদের বিচার দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার(২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনু্ষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তিযোদ্ধা কমান্ড এ কর্মসূচির আয়োজন করে।
জেলা আওয়ামী লীগ নেতারা এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানবন্ধনে অংশ নেন।

ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাছিরের সভাপতিত্বে মানবন্ধনে প্রধান অতিথি ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুণ আল রশিদ।

এতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গাজী রতন মিয়া ও এসএম আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি মিনারা আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুল হক বাবুল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলী আকবর ও বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া মানববন্ধনে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।