ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কবি রফিক আজাদকে বাইরে নিতে এয়ার অ্যাম্বুলেন্স দরকার

আবাদুজ্জামান শিমুল, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
কবি রফিক আজাদকে বাইরে নিতে এয়ার অ্যাম্বুলেন্স দরকার

ঢাকা: কবি রফিক আজাদকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্স দরকার বলে মনে করছেন তার চিকিৎসকরা। আর কবি ভক্তরা মনে করছেন, এ কাজে সরকারের সহযোগিতা জরুরি।



এ প্রসঙ্গে কবি পত্নী ডা. দিলারা হাফিজ বলেন, তিনি এদেশের একমাত্র কবি, যিনি কলম ফেলে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। রাষ্ট্রের একটি বড় দায়িত্ব আছে তার উন্নত চিকিৎসার। মন্ত্রীরা এসে খোঁজ নিয়ে যাচ্ছেন। সংস্কৃতি মন্ত্রী এসে খোঁজ নিয়ে গেছেন। তিনি বলে গেছেন, যা করণীয় সব করবে সরকার। প্রয়োজনে চিকিৎসকরা বললে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো হবে।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, তারা আমাদের বলেছেন, আপনারা যদি চান তাহলে ওনাকে এয়ার অ্যাম্বুলেন্সে দেশের বাইরে নিয়ে যেতে পারবেন।

ব্রেইন স্ট্রোকের কারণে গত ১৫ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের সাত তলায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) এক নম্বর বেডে চিকিৎসাধীন আছেন কবি রফিক আজাদ।

স্বামীর চিন্তায় নিজেও অসুস্থ হয়ে একই হাসপাতালের ৬১৫ নম্বর কেবিনে ভর্তি হয়েছেন কবিপত্নী দিলারা হাফিজ।   জ্বর ও লোয়ার অ্যাবডোমেনে ব্যথা তার। দুই ছেলে ছোটাছুটি করছেন একবার বাবা, একবার মায়ের কাছে।

কবি স্বামী সম্পর্কে কবি দিলারা হাফিজ বলেন, উনি ‍আগের মতোই আছেন। বোর্ড অনুযায়ী চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন। সুগারও কমেছে। কিডনির ক্রিটিনালও কম। এখনো কথা বলতে পারছেন না। তবে ডাক দিলে তাকান, চিনতে পারেন। তিনি লেখার চেষ্টা করেন। তাকে ট্যাবলেট বোর্ড দেওয়া হয়েছিলো, কি লিখে যেন আমাদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু লিখতে পারেন নি।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) আইসিইউতে দায়িত্বরত সেবিকা ওনাকে বলেন, আপনি এত বড় মাপের লেখক, আমাকে, আমাদের নিয়ে কিছু একটু লেখেন। তখন তিনি লেখার অনেক চেষ্টা করেও লিখতে পারেননি।

বিএসএমএমইউ’র পরিচালক ব্রি. জে. (অব.) আব্দুল মজিদ ভুইয়া চিকিৎসক বোর্ডের বরাত দিয়ে বাংলানিউজকে বলেন, গত দু’দিন ধরে ওনার অবস্থা একটু ভালো। বোর্ড অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উনি এ-ও বলেন, কবিকে দেশের বাইরে নিয়ে যেতে চাইলে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এজেডএস/এএ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।