ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সম্ভাবনাময় বৃহত্তর বগুড়া অঞ্চলকে তুলে ধরতে হবে লেখনীতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
সম্ভাবনাময় বৃহত্তর বগুড়া অঞ্চলকে তুলে ধরতে হবে লেখনীতে ছবি : আরিফ জাহান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিপুল সম্ভাবনাময় বৃহত্তর বগুড়া অঞ্চল। লেখনীর মাধ্যমে সম্ভাবনাগুলো জাতির সামনে তুলে ধরতে হবে।

এ অঞ্চল পুরো দেশকে দেয়। বিনিময়ে আমরা সাহায্য চাই না। আমরা প্রাপ্যতা চাই।

বৃহস্পতিবার (২৮জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন একথা বলেন।

বগুড়া প্রেসক্লাবের সভাপতি জাহেদুর রহমান যাদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়নের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, যুবলীগ নেতা সাগর কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, প্রতীকী মূল্যে বগুড়া প্রেসক্লাবকে জায়গা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। প্রেসক্লাব ভবন নির্মাণে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নের ব্যাপারে কথাবার্তা চলছে।

তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে অর্থায়নেরও সর্বোচ্চ চেষ্টা থাকবে। রাজনৈতিক ক্ষমতা ও পদমর্যাদা অনুযায়ী বৃহত্তর বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধাসহ আশপাশের এলাকার উন্নয়নে কাজ করে যাবো।  
 
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এমবিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।