ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তথ্য সরবরাহে ইলেক্ট্রিক অ্যাসেট রেজিস্ট্রারের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
তথ্য সরবরাহে ইলেক্ট্রিক অ্যাসেট রেজিস্ট্রারের উদ্বোধন ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সব ধরনের তথ্য সরবরাহের জন্য ইলেক্ট্রিক অ্যাসেট রেজিস্ট্রারের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এর উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া।



দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর আয়োজিত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) সম্মেলন ২০১৬ ও ইলেক্ট্রিক অ্যাসেট রেজিস্টার উদ্বোধনী অনুষ্ঠানে ইলেক্ট্রিক অ্যাসেট রেজিস্ট্রারের উদ্বোধন করেন মন্ত্রী।

জেলা ও উপজেলা পর্যায়ের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের কর্মকাণ্ডের মাধ্যমে মনিটরিং করা হবে বলে জানান মন্ত্রী।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে আরো গতিশীল করতে চান এমনটি জানিয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের মন্ত্রী বলেন, আমরা নির্দেশনা দিতে পারি, কিন্তু আপনারা কাজ না করলে কোনো ফল আসবে না।

জেলা কর্মকর্তাদের অনেকেই উপজেলা পর্যায়ে নিয়মিত যান না, খোঁজ খবরও রাখেন না। নতুন এই রেজিস্টারের মাধ্যমে কেন্দ্র থেকে আপনাদের কর্মকাণ্ডের খোঁজ রাখা হবে। কখন কোথায় কে কী করছেন সব জানা যাবে, বলেন মন্ত্রী।

এ সফটওয়্যারের মাধ্যমে তৃণমূল থেকে সারাদেশের দুর্যোগ মন্ত্রণালয়ের সব কর্মকাণ্ড, আয়-ব্যয়ের হিসাব সবকিছুই সংরক্ষিত থাকবে। সারা বিশ্ব থেকে যেকেউ দুর্যোগ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে যেকোনো এলাকার কর্মকাণ্ডের খবর জানতে পারবেন।

এরপর ‘বহুমুখী আপদের ঝুঁকি ও বিপদাপন্নতা নিরূপন এবং মডেলিং ও মানচিত্র প্রণয়ন’ (এমআরভিএএম) শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এফবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।