ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় পিঠা উৎসব ও হস্তশিল্প মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
খুলনায় পিঠা উৎসব ও হস্তশিল্প মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় তিন দিনব্যাপী শীতের পিঠা উৎসব ও হস্তশিল্প মেলা শুরু হয়েছে। নগরীর খান জাহান আলী রোডের মহিলা সমিতি প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে।



বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।

বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং খুলনা মহিলা সমিতি যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

ভারপ্রাপ্ত মেয়র বলেন, আমাদের নিজস্ব সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে হবে। বিদেশি সংস্কৃতি অনুপ্রবেশের কারণে আবহমান বাংলার লোক সংস্কৃতি ও লোক ঐতিহ্য হুমকির মুখে রয়েছে। পিঠা উৎসবসহ লুপ্তপ্রায় লোক উৎসব আয়োজনের মাধ্যমে বাংলাদেশের চিরায়ত লোক ঐতিহ্য অম্লান ও উজ্জীবিত রাখতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসির প্যানেল মেয়র রুমা খাতুন। অন্যদের মধ্যে খুলনা মহিলা সমিতির সভানেত্রী মাজেদা হক, সাধারণ সম্পাদক বেগম মাজেদা আলী, ট্রেজারার মনোয়ারা বেগম, বাংলাদেশ উইমেন চেম্বারের খুলনা বিভাগীয় প্রধান শামীমা সুলতানা শীলু, সাধারণ সম্পাদক লুৎফুন হক পিয়া, ট্রেজারার নীরা নওয়াজ, সৈয়দা লায়লা আক্তার, মনোয়ারা শিউলি প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:  ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এমআরএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।