ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পহেলা বৈশাখে নারী লাঞ্ছনার ঘটনায় কামাল গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
পহেলা বৈশাখে নারী লাঞ্ছনার ঘটনায় কামাল গ্রেফতার ছবি: প্রতীকী

ঢাকা: গত বছরের পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় মো. কামাল নামে একব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপ-কমিশনার (ডিসি) মাসরুকুর রহমান খালেদ বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি জানান।



তিনি আরও জানান, বুধবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফত‍ার করা হয়।

মাসরুকুর রহমান বলেন, লাঞ্ছনার ফুটেজের সঙ্গে মিল থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওইদিনের লাঞ্ছনার ঘটনায় জড়িত থাকার কথাও স্বীকার করেছে কামাল।

পহেলা বৈশাখের ওই ঘটনার পরপরই ঘটনার প্রত্যক্ষদর্শী ও সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ। পরে ওই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বেশ কয়েকজন নারী লাঞ্ছনাকারীকে শনাক্ত করা হয়।

২০১৫ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় নারীর শ্লীলতাহানীর ঘটনা ঘটে। পরে এই ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬/আপডেট: ১৮৫৫ ঘণ্টা
এনএ/বিএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।