ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বেতন স্কেল নিয়ে শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
বেতন স্কেল নিয়ে শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক

ঢাকা: ৮ম বেতন স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিবদের সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুবুর রহমান এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলালউদ্দিন। শিক্ষকদের পক্ষে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক ড. এ এস এম মাকসুদ কামাল।

বৈঠকে ফেডারেশনের নেতাদের উত্থাপিত প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা হয়। এই আলোচনা অব্যাহত থাকবে এবং সমস্যার একটি সন্তোষজনক সমাধান হবে মর্মে আশাবাদ ব্যক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এইচএ/এমএমকে/

** তিন সচিবের সঙ্গে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির বৈঠক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।