ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে ইউএনও’র জিপ-বাস সংঘর্ষে আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
সুন্দরগঞ্জে ইউএনও’র জিপ-বাস সংঘর্ষে আহত ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি পাজেরো জিপের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সকালে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে  উপজেলার ডোমেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



আহতরা হলেন, ইউএনও’র গাড়ি চালক এরশাদুল হক, ইউএনও অফিসের টেকনিশিয়ান মাসুদা বেগম, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী আয়শা বেগম ও সুন্দরগঞ্জ পৌরসভার তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা বিপ্লব মিয়া। তাদের  রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) ইসরাইল হোসেন বাংলানিউজকে জানান, গাইবান্ধায় চলমান ডিজিটাল মেলায় অংশ নিতে সকালে ইউএনও’র ব্যবহৃত সরকারি পাজেরো (গাইবান্ধা-ঘ ১১-০০১৫) জিপ গাড়িতে করে উপজেলা পরিষদের কয়েকজন কর্মচারী রওনা হন।

পথে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের সুন্দরগঞ্জ উপজেলার ডোমেরহাট এলাকায় ঢাকা থেকে সুন্দরগঞ্জগামী জান্নাত এন্টারপ্রাইজের নৈশ্য কোচের (ঢাকা মেট্রো-চ ৫১-৫৯৫৪) সঙ্গে জিপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কোচটির তেমন কিছু না হলেও ইউএনও’র জিপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ওই জিপের চালকসহ  চারজন আহত হন।

তিনি আরো জানান, কোচের চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে কোচটি আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।