ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে দম্পতিকে অপহরণকালে বখাটে আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ধুনটে দম্পতিকে অপহরণকালে বখাটে আটক

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় দম্পতিকে অপহরণের চেষ্টাকালে খোকন মিয়া (৩০) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে ধুনট-সোনাহাটা পাকা রাস্তার সরুগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।



আটক খোকন মিয়া ধুনট উপজেলার পিরাপাট গ্রামের হাফিজার রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, বগুড়ার শাহজাহানপুর উপজেলার শৈলধুকড়ি গ্রামের আল-আমিন প্রায় ৮ মাস আগে বিয়ে করেন ধুনট উপজেলার পিরাপাট গ্রামের সুইটি আকতার সাথীকে। বৃহস্পতিবার দুপুরের দিকে তারা ধুনট উপজেলার কান্তনগর বাজার থেকে ওষুধ কিনে অটোরিকশায় করে পিরাপাট গ্রামে ফিরছিলেন।
এ সময় কান্তনগর বাজার এলাকা থেকে বখাটে খোকনের নেতৃত্বে চার যুবক আরেক অটোরিকশায় করে নন্য একটি অটোরিকশায় চড়ে ওই দম্পতির পিছু নেন। একপর্যায়ে ধুনট-সোনাহাটা পাকা সড়কের সরুগ্রাম ফাঁকা মাঠের কাছে দম্পতিকে অপহরণের চেষ্টা করেন।

এতে দম্পতির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে খোকন মিয়াকে আটক করে থানায় খবর দেন। এ সময় অবস্থা বেগতিক দেখে অপর ৩ যুবক সটকে পড়েন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়াররি ২৮, ২০১৬ 
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।