ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে স্ত্রী’র দায়ের কোপে স্বামী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
সিলেটে স্ত্রী’র দায়ের কোপে স্বামী আহত

সিলেট: সিলেটে দ্বিতীয় স্ত্রী দাবিদার নারীর দায়ের কোপে আইনুল মিয়া (৩৮) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে নগরীর উপশহর ডি ব্লকের ২৯/৩ নং বাসায় এ ঘটনা ঘটে।



আইন‍ুল মিয়ার প্রথম স্ত্রী জাহানার বেগমের বরাত দিয়ে পুলিশ জানায়, পেশায় সবজি ব্যবসায়ী আইনুল মিয়া নেত্রকোনা জেলার বাউশি এলাকার সরিষাবাড়ি গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। দ্বিতীয় স্ত্রী দাবিদার শাহানা বেগম প্রতিমাসে তার কাছ থেকে টাকা নিতে আসেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে আইনুল মিয়ার বাসায় এসে টাকা চাইলে তিনি দিতে অপারগতা প্রকাশ করেন।

এক পর্যায়ে শাহানা দা দিয়ে আইনুলের ঘাড়ে কোপ দেন। এতে আইনুল মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলেও জানায় পুলিশ।

সিলেট মহানগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘পারিবারিক কোন্দলের কারণেই স্বামীকে দা দিয়ে কুপিয়েছে শাহানা। শাহানাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সূত্র জানায়, আহত আইনুল মিয়ার দেহে জরুরি অস্ত্রপচার চলছে। তাকে বাঁচাতে ৫/৬ ব্যাগ রক্ত লাগতে পারে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।