ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারী সদর উপজেলাকে ‘বাল্যবিয়ে, যৌতুক ও মাদক মুক্ত’ হিসেবে গড়তে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে সদর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার(২৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।



সভায় সার্বিক বিষয় উপস্থাপন করেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মো. সাবেত আলী।

সেখানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান ও বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী বক্তব্য রাখেন।

ইউএনও মো. সাবেত আলী সাংবাদিকদের জানান, ইতোমধ্যে সবার সহযোগিতা নিয়ে সদরের পলাশবাড়ি ও লক্ষ্মীচাপ ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। ওই দুটি ইউনিয়নে আর একটিও বাল্যবিয়ে হয়নি। এটা বড় অর্জন নীলফামারীবাসীর জন্য।

চলতি বছরের মার্চ মাসের মধ্যেই গোটা উপজেলাকে ‘বাল্যবিয়ে, যৌতুক ও মাদক মুক্ত’ ঘোষণার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যা বাস্তবায়নে প্রচার, প্রচারণা, সভা সমাবেশ, বৈঠক করে সবার মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

ইউএনও আরও জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শতভাগ স্যানিটেশন, ভিক্ষুকমুক্ত, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করাসহ ১৬ বিষয়কে অগ্রাধিকার দিয়ে নীলফামারী সদর উপজেলাকে মডেল হিসেবে চিহ্নিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান বলেন, পরিকল্পনা বাস্তবায়নে উপজেলার সর্বস্তরের প্রতিনিধিরা আমাদের সঙ্গে একাত্ম হয়েছেন। বিশেষ করে বাল্যবিয়ে, যৌতুক ও মাদক মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে নানাভাবে সহযোগিতা করছেন। গণমাধ্যম সমাজের আয়না। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া পরিপূর্ণতা পাওয়া সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।