ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরগঞ্জে ইমাম সম্মেলন ও সনদ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ঈশ্বরগঞ্জে ইমাম সম্মেলন ও সনদ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইমাম সম্মেলন ও জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা মডেল রিসোর্স সেন্টার কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে ৬টি বিষয়ে বিজয়ী ৫১ জন শিশু-কিশোরের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার।

এ সময় উপজেলা মাধ্যমিক অফিসার ছফিউল্লাহ সরকার, উপজেলা মসজিদের খতিব মাওলানা এনামুল হক, ইসলামিক ফাউন্ডেশন ঈশ্বরগঞ্জ শাখার ফিল্ড সুপারভাইজার আরিফ মাহমুদসহ বিভিন্ন শাখার শিক্ষক, কর্মচারী ও প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে কোরআন খতম ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।