ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে জামালপুরে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে জামালপুরে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের নিরাপত্তাসহ সুষ্ঠু-স্বাধীনভাবে কাজ করার পরিবেশের দাবিতের মানববন্ধন ও সামাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী জামালপুর প্রেসক্লাবের সামনে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এ মানববন্ধনে জেলা ও উপজেলার কর্মরত সব সাংবাদিক অংশ নেন।

প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানববন্ধন শেষে সমাবেশ বক্তব্য রাখেন, পল্লীকণ্ঠ পত্রিকার সম্পাদক নুরুল হক জঙ্গি, মানবকণ্ঠের জেলা প্রতিনিধি কাফি পারভেজ, সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীল আলম, এশিয়ান টিভির জামালপুর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, পল্লীর আলোর উপদেষ্টা ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক কবি সাজ্জাদ আনছারী, পল্লীর আলোর বার্তা সম্পাদক মোস্তুফা মনজু, কালের কণ্ঠের জামালপুর প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরী, বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম, বকশীগঞ্জের প্রবীন সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক, মেলান্দহ উপজেলা ইত্তেফাক প্রতিনিধি শাহাজামাল, দেওয়ানগঞ্জ উপজেলার নয়াদিগন্তের প্রতিনিধি খাদেমুল ইসলাম, ইসলামপুর প্রতিনিধি খাদেমুল ইসলাম বাবুল, ইনকিলাবের ইসলামপুর প্রতিনিধি ফিরোজ খান লোহানী, পল্লীকণ্ঠের স্টাফ রিপোর্টার হাজী আবুল হাসেম, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়ন বাবু, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংবাদিক নেতা জাকিরিয়া জাহাঙ্গীর, দৈনিক সাংবাদের সরিষাবাড়ী প্রতিনিধি আনোয়ার হোসেন, ভোরের কাগজের বকশীগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন, দৈনিক করতোয়ার সরিষাবাড়ী প্রতিনিধি তৌকির আহামেম্মদ হাসু প্রমুখ।

এ সময় বক্তরা জামালপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবণতির কথা উল্লেখ করে সাংবাদিকদের চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
 
এছাড়া জামালপুরে সাংবাদিকদের জানমালের নিরাপত্তার দাবি জানান।

গত ছয় মাসে ৬ জন সাংবাদিকের মোটরসাইকেল চুরি হয়। সবশেষ ৯ জানুয়ারি জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে ঘরে জিম্মি করে তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনতাই করে। এ ঘটনার ২০দিন পার হওয়ার পরেও স্থানীয় প্রশাসন মোটরসাইকেল উদ্ধারের কার্যকরী ব্যবস্থা নেননি বলে মানববন্ধনের বক্তরা আরও জানান।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।