ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাবিতে ছাত্র ফেডারেশন নেতাকে ছাত্রলীগের মারধর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
রাবিতে ছাত্র ফেডারেশন নেতাকে ছাত্রলীগের মারধর

রাবি: ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ফেডারেশনের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাবির মাদার বখশ হলে এ ঘটনা ঘটে।



আহত রাবি ছাত্র ফেডারেশনের সহ সভাপতি নুরুল নাহিদ বাংলানিউজকে জানান, তিনি মাদার বখশ হলের ১১০নং কক্ষে থাকেন। সকালে ছাত্রলীগের কয়েক নেতাকর্মী তাকে ছাত্রলীগের মিছিলে যেতে বলেন। এ সময় তিনি নিজের পরিচয় দিয়ে মিছিলে যেতে অস্বীকৃতি জানান।

এতে ক্ষুব্ধ হয়ে রাবি ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক শিমুলসহ কয়েক নেতাকর্মী তাকে মারধর করেন।

এ বিষয়ে অভিযুক্ত শিমুল বলেন, আমি তাকে মিছিলে যেতে বলি। কিন্তু তাকে জোর করা হয়নি। তবে তিনি রাবি ছাত্রলীগের সভাপতিকে চিনি না বললে তাকে মারতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত তাকে মারা হয়নি।

জানতে চাইলে রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ভুল বোঝাবুঝির কারণে ছাত্র ফেডারেশনের একজনকে চড় মেরেছে শিমুল। দুই পক্ষের নেতাদের সঙ্গে বসে এটা মীমাংসা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।