ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাংক ঋণে সুদের হার নিয়ে সংসদীয় কমিটিতে অসন্তোষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ব্যাংক ঋণে সুদের হার নিয়ে সংসদীয় কমিটিতে অসন্তোষ

ঢাকা: ব্যাংক ঋণের সুদের হার নিয়ে সংসদীয় কমিটিতে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পর্যবেক্ষণ ছিল, সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা।

এজন্য এর আগে কয়েক দফা বাংলাদেশ ব্যাংককে বলেও কাজ হয়নি।
 
তাই বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন কমিটির সদস্যরা। যদিও বাংলাদেশ ব্যাংক মনে করে, সুদের হার ঠিক রয়েছে।
 
ব্যাংক ঋণের সুদের হার কমাতে আগামী বৈঠকে বেসরকারি ব্যাংকের প্রতিনিধিদের ডাকা হচ্ছে বলে জানা গেছে। তাদের কাছ থেকেই কমিটমেন্ট চায় সংসদীয় কমিটি।   
 
বৈঠক শেষে কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, বর্তমানে ঋণের বিপরীতে যে সুদের হার রয়েছে সেটা বেশি। যদিও বাংলাদেশ ব্যাংক বলেছে, সুদের হার ঠিক রয়েছে, তবুও কমিটি মনে করে এ হার কমানো উচিত।

বেসরকারি ব্যাংকগুলোতে ১৩-১৪ শতাংশ সুদ আছে। এজন্য কমিটির আগামী বৈঠকে বেসরকারি ব্যাংকগুলোর প্রতিনিধিদের ডাকা হবে।
 
বেসিক ব্যাংকের অনিয়ম সংক্রান্ত বিষয়ে বেসিক ব্যাংক, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয় মিলে একটি সার-সংক্ষেপ প্রস্তুত করা হবে। ওই সার- সংক্ষেপের  বিষয়ে পরবর্তী  বৈঠকে আলোচনা করার সুপারিশ করা হয় ।
 
এদিকে বেসিক ব্যাংকের অনিয়ম তদন্তকারী সংস্থা দুদককে কমিটিতে তলব করেও শেষ পর্যন্ত হাজির করাতে পারেনি কমিটি। বৃহস্পতিবারের বৈঠকে দুদকের আসার কথা থাকলেও কর্মকর্তারা আসবেন না বলে জানিয়ে দিয়েছিলেন কমিটিকে।
 
কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, আমরা তো দুদককে সেভাবে ডাকিই নাই। তারপরেও যে তদন্ত হচ্ছে, সেটা নিয়ে আরো বিস্তারিত তথ্য নিয়ে আগামী বৈঠকে আসতে বলা হয়েছে। সেদিনই আলোচনা হবে।
 
এর আগের বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বেসিক ব্যাংকের ফাংশনাল অডিটে অনিয়ম গোচরীভূত হয়েছে বলে কমিটিতে জানিয়েছিলেন। একই সঙ্গে দুদক কেনো অনিয়ম পেল না সেটা নিয়েও কমিটিতে হতাশা প্রকাশ করেছিলেন গভর্নর। এর প্রেক্ষিতে দুদককে ডেকে চিঠি দিয়েছিল সংসদীয় কমিটি। শেষ পর্যন্ত তাদের আনতে পারেনি সংসদীয় কমিটি।    
 
বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করা, বিমা কোম্পানিগুলোকে একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থায় আনা এবং বিমা সেক্টরের আধুনিকায়নের জন্য যতো দ্রুত সম্ভব পর্যাপ্ত  দক্ষ জনবল নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
 
মানিলন্ডারিং প্রতিরোধ আইনে  এ পর্যন্ত  কতোজনকে চিহ্নিত করা হয়েছে এর অগ্রগতি কতোদূর ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।  
 
কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, মো. আব্দুল ওয়াদুদ, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মো. শওকত চৌধুরী এবং আখতার জাহান বৈঠকে অংশগ্রহণ করেন ।
 
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব, বেসিক ব্যাংকের চেয়ারম্যান, অগ্রণী, সোনালী, জনতা ও রুপালী  ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।