ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আফসো সা. সম্পাদক সাইদুরের মৃত্যুতে সংগঠনের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আফসো সা. সম্পাদক সাইদুরের মৃত্যুতে সংগঠনের শোক ছবি : প্রতীকী

ঢাকা: বাংলাদেশ আফ্রো-এশীয় গণসংহতি পরিষদের (আপসো) সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের বীর সেনানী অধ্যাপক ডা. এ এইচ সাইদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার সংগঠন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শিক্ষাবিদ ও প্রফেসর ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এবং কার্যকরী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এ শোক প্রকাশ করেন।



বিবৃতিতে সংগঠনের নেতারা ডা. সাইদুরের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনাও জানান।

তারা বলেন, প্রয়াত ডা. সাইদুর রহমানের মৃত্যুতে জাতি এক অসামান্য প্রগতিশীল ব্যক্তি ও মানবতাবাদী চিকিৎসককে হারালো। মহান মুক্তিযুদ্ধ ও এদেশের গণতান্ত্রিক প্রগতিশীল সংগ্রামে ডা. সাইদুর রহমানের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। এদেশের শান্তি-মৈত্রী ও সংহতি আন্দোলনে তার অবদান ছিল অসাধারণ। জঙ্গিবাদ মৌলবাদের বিরুদ্ধে তিনি সর্বদাই প্রতিবাদ অব্যাহত রেখেছেন।

বিবৃতিতে আপসো নেতারা বলেন, আন্তর্জাতিক প্রগতিশীল পরিমণ্ডলেও একজন সমাদৃত ব্যাক্তিত্ব ছিলেন ডা. সাইদুর। তিনি ছিলেন এদেশের চিকিৎসক সমাজের প্রিয় নেতা। সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে তিনি দেশের চিকিৎসক সমাজকে সংগঠিত করতে বিরাট অবদান রাখেন। এদেশের শান্তি, প্রগতি ও ন্যায়ের সংগ্রামে তার অবদান দেশবাসী চিরকাল পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।  

ডা. এ এইচ সাইদুর রহমান ছিলেন একাধারে সিপিবির সাবেক নেতা, খ্যাতনামা চক্ষু চিকিৎসক, বারডেম হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক প্রধান চিকিৎসক ও চিকিৎসক সমাজের প্রবীণ নেতা, ডক্টরস্ ফর হেলথ্ অ্যান্ড এনভায়রনমেন্টের অন্যতম উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।