ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বাসচাপায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
গোপালগঞ্জে বাসচাপায় স্কুলছাত্র নিহত ছবি : প্রতীকী

গোপালগঞ্জ: গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় শাওন সিকদার (৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মেরি গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত শাওন সদর উপজেলার মেরি গোপীনাথপুর গ্রামের মাসুম সিকদারের ছেলে এবং গোপীনাথপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র।

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) আব্দুস সোবাহান বাংলানিউজকে জানান, বোনের সঙ্গে মহাসড়ক পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা মধুমতি পরিরহনের একটি যাত্রীবাহী বাস শাওনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
তিনি আরো জানান, ঘটনার পর কাশিয়ানী থানা পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।