ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রীর পরকীয়ার বলি ব্যবসায়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
স্ত্রীর পরকীয়ার বলি ব্যবসায়ী

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে পরকীয়া প্রেমের বাধা দূর করতেই কাঁচামাল ব্যবসায়ী বিনয় চন্দ্র সাহাকে (৪৫) গলা কেটে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।



বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে বাংলানিউজকে বিষয়টি জানান ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) রেজাউল করিম।  

তিনি বলেন, নিহতের স্ত্রী শংকরী রাণীর সঙ্গে প্রতিবেশী সুবল চন্দ্রের পরকীয়া প্রেমের সর্ম্পক চলছিল। এতে বিনয় চন্দ্র বাধা হয়ে দাঁড়ান। এ কারণে পূর্ব পরিকল্পনা মোতাবেক এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞ‍াসাবাদে আটক তিনজন এ তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা  হলেন, অভিযুক্ত প্রতিবেশী সুবলের স্ত্রী গৌরী রাণী (৩০) তার ছেলে সুধান্য সাহা (২২) ও নিহতের স্ত্রী শংকরী রাণী সাহা (৩০)।

তিনি আরো জানান, সুবলের বাড়িতে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। তিনি পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে বুধবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া আরভি কোল্ডস্টোর সংলগ্ন নিজ বাড়ির উঠান থেকে বিনয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই বিপুল চন্দ্র বাদী হয়ে একটি হত্যা মামলা (নং-৩২, তাং-২৮/০১/২০১৬) দায়ের করেছেন।

বিনয় ধাপেরহাট গ্রামের খগেন্দ্র নাথের ছেলে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।