ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভা

সিরাজগঞ্জ: সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে, জ্বলবে আলো ঘরে ঘরে-এ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির প্রথম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে শিয়ালকোল পল্লী বিদ্যুৎ সমিতির অফিস মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।



এতে সভাপতিত্ব করেন পল্লীবিদ্যুৎ সমিতি সিরাজগঞ্জ বোর্ডের সভাপতি খোরশেদ আলম।

সভায় বক্তব্য রাখেন, পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আজাহার আলী, ডিজিএম সুলতান নাজিমুল হক, ডিজিএম বেলকুচি মিজানুর রহমান, সমিতির বোর্ডের সহ-সভাপতি মহর আলী শেখ, সচিব আব্দুল হাই, পরিচালক ছালাম তালুকদার, আলেয়া খাতুন, আয়েশা সিদ্দিকা ও রুনা লায়লা প্রমুখ।

সবশেষে শ্রেষ্ঠ গ্রাহকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এএটি/আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।