ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সান্তাহারে বাস চাপায় নিহত ২, আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
সান্তাহারে বাস চাপায় নিহত ২, আহত ৪

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলাধীন সান্তাহার পৌরশহরের রেলগেট এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।


 
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর বাংলানিউজকে জানান, উপজেলার ছোট আখিরা গ্রাম থেকে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে নারী-শিশুসহ একই পরিবারের সদস্যরা সান্তাহার শহরের পোতাহার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে নওগাঁগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রোকেয়া বেওয়া (৬০) নামে এক নারীর মৃত্যু হয়। রোকেয়া ছোট আখিরা গ্রামের মৃত আজিজুর রহমানের স্ত্রী।
 
তিনি আরও জানান, এ ঘটনায় আহত হন- রাবেয়া বেওয়া (৫০) , ফেন্সি বেগম (৩০) আকলিমা খাতুন (৪০), তার ছেলে আরাফাত (৫) ও অটোরিকশা চালক ইউনুছ আলী (৩০)। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেন। এদের মধ্যে রাবেয়া বেওয়া বিকেল ৪টার দিকে মারা যান।  
 
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এমবিএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।