ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে হত্যা মামলায় তিনজনের ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
রংপুরে হত্যা মামলায় তিনজনের ফাঁসি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুরের পীরগাছায় উপজেলায় আবু ছিদ্দিক নামের এক কৃষককে হত্যার দায়ে তিনজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন।



মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের ছোট কল্যাণী গ্রামের নুর মোহাম্মদ (৪১), আব্দুল (৪০), ফরহাদ হোসেন (৪০)।

এছাড়া যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড পেয়েছেন আসামি আবদুস সাত্তার (৭০)। তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

রায় ঘোষণার সময় অভিযুক্ত ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি ফারুক মোহাম্মদ রেয়াজুল করীম এসব তথ্য বাংলানিউজকে জানিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৩ সালের ২ অক্টোবর রাতে ছোট কল্যাণী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে খুন হন কৃষক আবু সিদ্দিক। এ ঘটনায় প্রথমে পীরগাছা থানায় অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়।

পরে মেডিকেল প্রতিবেদনের ভিত্তিতে ১৯৯৪ সালের ৬ এপ্রিল পীরগাছা থানার তখনকার উপ পরিদর্শক (এসআই) মতিউর রহমান বাদী হয়ে দণ্ডপ্রাপ্ত ওই চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।

পরে মামলার তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়। ২০০৩ সালের ২৮ অক্টোবর সিআইডির তৎকালীন পরিদর্শক আনোয়ার হোসেন চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

আসামিরা জামিনে থাকলেও রায় ঘোষণার আগে আদালতে হাজির হন।

আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে মর্মে বিচারক এ রায় প্রদান করেন।

এপিপি ফারুখ হোসেন  বলেন, বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ আসামির ফাঁসি ও এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবী আব্দুর রহমান বলেন, তারা ন্যায় বিচার পাননি। এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।