ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লুই আই কানের নকশা সংগ্রহ প্রক্রিয়াধীন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
লুই আই কানের নকশা সংগ্রহ প্রক্রিয়াধীন

জাতীয় সংসদ ভবন থেকে: প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিখ্যাত স্থপতি লুই আই কান প্রণীত জাতীয় সংসদ ভবন কমপ্লেক্স ও তার পাশের এলাকার মূল নকশা সংগ্রহ প্রক্রিয়াধীন রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

তিনি জানান, সংসদ ও তার পাশের মহাপরিকল্পনাসহ অন্য সব অঙ্গের স্থাপত্য নকশা সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া ইউনিভার্সিটির আর্কিটেকচারাল আর্কাইভের সঙ্গে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে।


 
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্ন-উত্তরে সিলেট-৫ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, গত ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে ড্রইং ইনভেন্টরি লিস্টের (Drawing inventory list) চূড়ান্ত তালিকা পাঠানো হয়েছে। এই তালিকা থেকে প্রয়োজনীয় নকশা চিহ্নিত করে তা সংগ্রহের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ই-মেইলে যোগাযোগের ধারাবাহিকতায় আর্কিটেকচারাল আর্কাইভের সংরক্ষিত সব নকশা থেকে বিষয়ভুক্ত সংশ্লিষ্ট নকশা খুঁজে বের করে একটি ড্রইং ইনভেন্টরি লিস্ট তৈরির জন্য ফি বাবদ ৩৫৫০ মার্কিন ডলার ব্যয় হবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তা জানিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তল্লাশি ফি বাবদ মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থ পাঠানো হয়। এরপর লিস্ট নিয়ে প্রয়োজনীয় নকশা চিহ্নত করে তা সংগ্রহের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসএম/আইএ

** দেশে শিক্ষার হার ৬১ শতাংশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।