ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ট্রেন থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ভৈরবে ট্রেন থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার ভৈরব রেলওয়ে স্টেশনে একটি ট্রেনে তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজাসহ সুজন দাস (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনে এ তল্লাশি চালানো হয়।



সুজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সিংগাইর বিল গ্রামে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ এর সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কালনী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানো হয়। এসময় চার কেজি গাঁজাসহ সুজনকে আটক করে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।