ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় ট্রলারডুবি

৩ দিন পর ট্রলারের সন্ধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
৩ দিন পর ট্রলারের সন্ধান

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর চাঁদপুর-বরিশাল চ্যানেলে ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে দুর্ঘটনার তিন দিন পর ট্রলারের সন্ধান পায় নৌবাহিনীর উদ্ধারকারী দল।



পরে উদ্ধারকাজে নিয়োজিত নৌবাহিনীর সাব লে. মো. আক্কাস বাংলানিউজকে জানান, ঘটনাস্থলের একশ মিটার দূরে ও পানির ২০ মিটার গভীরে ট্রলারটি রয়েছে। পানি কমলে ট্রলারটি উদ্ধারের চেষ্টা করা হবে।

এদিকে, ওই ট্রলারডুবিতে এখন পর্যন্ত নিখোঁজ থাকা যাত্রীদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সরোয়ার কামাল।

উদ্ধারকাজে নিয়েজিত রয়েছেন নৌবাহিনী ১৩ সদস্যের একটি দল, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএর ১১ সদস্যের একটি দল ও কোস্টগার্ডের একটি বিশেষ দল।

গত মঙ্গলবার সকাল ১০টার দিকে হাইমচরের তেলির মোড় থেকে অন্তত ৬০ জন যাত্রী নিয়ে ঈশানবালা চরে যাওয়ার পথে মাঝনদীতে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবে যায় ওই ট্রলারটি।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।