ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ট্রাক্টর চাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
পঞ্চগড়ে ট্রাক্টর চাপায় শিশু নিহত

পঞ্চগড়: পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা এলাকায় ট্রাক্টর (পাওয়ার টিলার) চাপায় হৃদয় (৬) নামে একটি শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টায় এই দুর্ঘটনা ঘটে।



নিহত হৃদয় ওই এলাকার লতিফুল করিমের ছেলে।

পঞ্চগড় পৌসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাজেদুর রহমান চৌধুরী ইরান বাংলানিউজকে জানান, করতোয়া নদীর পাড়ে রামেরডাঙ্গা বালুমহালে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল হৃদয়। এসময় বালুভর্তি একটি ট্রাক্টর তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক এসএম মাহবুব উল আলম তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।