ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ২ শিশু পাচারকালে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
শিবগঞ্জে ২ শিশু পাচারকালে যুবক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্ত এলাকায় দুই শিশুকে পাচারের চেষ্টাকালে শফিকুল ইসলাম ফড়িং (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ১৭৫নং পিলারের কাছে শ্মশান মাঠ থেকে তাকে আটক করা হয়।

পরে ফড়িংকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে সোপর্দ করা হয়।

আটক পাচারকারী নিজেকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গবিনপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে পরিচয় দিয়েছেন।

উদ্ধারকৃত শিশুরা হলো, মনাকষা ইউনিয়নের চৌকা গ্রামের তরিকুল ইসলামের সাড়ে ৪ বছরের মেয়ে তরিকা খাতুন ও একই এলাকার ওমর ফারুক লাল্টুর ৫ বছরের ছেলে আ. রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩টার ফড়িং ওই দুই শিশুকে প্রলোভন দেখিয়ে চৌকা সীমান্তের আর্ন্তজাতিক ১৭৫নং পিলারের কাছে শ্মশান মাঠে নিয়ে যায়। এ সময় ওই মাঠে কাজ করা এক কৃষক বিষয়টি টের পেয়ে চিৎকার করে ফড়িংকে জাপটে ধরেন। পরে এলাকাবাসী আটক করে তাকে বিজিবির হাতে তুলে দেয়।

মনাকষা ইউনিয়নের ১নং ওর্য়াডের সদস্য আ. সালাম বাংলানিউজকে জানান, আটক ব্যক্তি নিজের পরিচয় গোপন করার চেষ্টা করেছেন। তাকে বিজিবির হাতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।