ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় পলিথিন ব্যবসায়ীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
পাবনায় পলিথিন ব্যবসায়ীর জরিমানা

পাবনা: পাবনা শহরে দুই দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে আদমজী পাবনা কলেজের গলির ভেতরে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।



র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের দায়িত্বরত পুলিশের সহকারী পরিদর্শক (এএসআই) আহম্মেদ আলী বিশ্বাস বাংলানিউজকে জানান, র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের উপ পরিচালক শেখ মনিরুজ্জামান এবং র‌্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল হাই সরকারের নেতৃত্বে দুপুর দেড়টার দিকে শহরের পাবনা কলেজ গলিতে অভিযান চালানো হয়। এ সময় আশরাফুল আলম ওরফে শাওন এর শাওন ট্রেডার্স এবং হাজী মার্কেট এলাকার রায়হান বিশ্বাসের মালিকানাধীন রায়হান ট্রেডার্স থেকে নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।

পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শওকত আলীর উপস্থিতিতে ওই দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।