ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বয়লার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
গাজীপুরে বয়লার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢাকা: গাজীপুরের পুবাইলে টায়ার তৈরির একটি কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ মো. স্বাধীন ফরাজি (২৬) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ালো।



শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

নিহত স্বাধীন জামালপুর ইসলাম থানার গরাইল গ্রামের মৃত সিরাজ ফরাজির ছেলে। তিনি টঙ্গীর পুবাইলে পরিবারের সঙ্গে থাকতেন।

তার স্ত্রী সাজেদা বাংলানিউজকে জানান, ঘটনার সময় ওই কারখানার পাশের রাস্তা দিয়ে যাত্রী বহন করছিলেন স্বাধীন। বিস্ফোরণে তার শরীরের ৫৮ শতাংশ পুড়ে যায়। দগ্ধ হওয়ার পর তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ২০১৬, ২০১৬
এজেডএস/জেডএফ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।