ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ‘ইয়াম্মী ইয়াম্মী’র ১১তম শাখার উদ্বোধন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
সাভারে ‘ইয়াম্মী ইয়াম্মী’র ১১তম শাখার উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে ‘ইয়াম্মী ইয়াম্মী’ রেস্টুরেন্টের ১১তম শাখার উদ্ধোধন করা হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে সাভার ব্যাংক কলোনির মমতাজ প্লাজায় এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।



ইয়াম্মী ইয়াম্মী নতুন কয়েকটি মেনু নিয়ে শাখাটির উদ্ধোধন করে।

এর মধ্যে তন্দুরি চিকেন, চিকেন ও বিফ মাসালার সঙ্গে রাইতা, তন্দুরি, ক্রিমরোল ও ছবি কেককে স্পেশালভাবে যোগ করা হয়েছে বলে জানিয়েছেন মার্কেটিং ম্যানেজার মিজানূর রহমান।
 
শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল), প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুজিব চৌধুরী খসরু (সাবেক সভাপতি বারভিডা) ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

এসময় অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী বলেন, নতুন খাবারের স্বাদ ও সঠিক মান অটুটরাখায় আমাদের প্রতিষ্ঠান দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আশা করি, ইয়াম্মী ইয়াম্মী সাভারবাসীকে ক্রয় ক্ষমতার মধ্যে খাবার উপহার দিয়ে তাদের মন জয় করতে পারবে।

উদ্বোধন উপলক্ষে ইয়াম্মী ইয়াম্মী সাভার শাখার জন্য ১৫ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।