ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে অপহৃত দুই শিশুর লাশ মিললো মির্জাপুরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
ধামরাইয়ে অপহৃত দুই শিশুর লাশ মিললো মির্জাপুরে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইর: ঢাকার ধামরাই থেকে অপহৃত দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ।

শুক্রবার(২৯ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া ময়ুরভাঙ্গা এলাকার লেবু বাগান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।



নিহতরা হলো- ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চর চৌহাট(দেলুটিয়া) গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাকিল মিয়া (১০) ও আবু বক্করের ছেলে ইমরান হোসেন (১১)।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন বাংলানিউজকে জানান, গত বুধবার (২৭ জানুয়ারি)দুপুরে শাকিল ও ইমরান মির্জাপুরের হাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান দেখতে আসে। সেখান থেকে তারা নিখোঁজ হয়। বৃহস্পতিবার(২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মোবাইল ফোনে অপহরণকারী পরিচয়ে দুইজনের পরিবারের সদস্যের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

শুক্রবার সন্ধ্যায় মির্জাপুরের কামারপাড়া ময়ুরভাঙ্গা এলাকার লেবু বাগানে দুইজনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ রাতে দুই শিশুর লাশ উদ্ধার করেছে।

আইনি প্রক্রিয়া শেষে লাশ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।