ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ডলার ছিনতাইয়ের অভিযোগে ৫ পুলিশ প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
ডলার ছিনতাইয়ের অভিযোগে ৫ পুলিশ প্রত্যাহার

যশোর: যশোরে সুইডেন প্রবাসী বাংলাদেশি নাগরিকের কাছ থেকে ৩ হাজার মার্কিন ডলার ছিনতাইয়ের অভিযোগে উপ-পরিদর্শকসহ পাঁচ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) এজাজুর রহমান, কনস্টেবল আজিজুর রহমান, মামুন হোসেন, বাবর আলী ও জিয়াউল হাসান।



শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক ছিনতাইয়ের অভিযোগের বিষয়ে বাংলানিউজকে বলেন, বিনা অনুমতিতে তল্লাশি চৌকি বসিয়ে যাত্রী হয়রানির অভিযোগে এসআই এজাজসহ পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনার সত্যতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগীদের অভিযোগ, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সুইডেন ও বাংলাদেশের দ্বৈত নাগরিক খুকুমনি পারভীন ও মিজানুর রহমান দম্পতি ভারত থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে যশোরে আসছিলেন। পথে ঝিকরগাছা থানা এলাকায় এসআই এজাজসহ পুলিশ সদস্যরা তল্লাশি করে তাদের কাছে থেকে ৩ হাজার ডলার নিয়ে নেয়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।