ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ৫ লাখ বর্গমিটার কারেন্টজাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
চাঁদপুরে ৫ লাখ বর্গমিটার কারেন্টজাল জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় ২টি লঞ্চে অভিযান চালিয়ে ৫ লাখ ৬ হাজার ৮শ বর্গমিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর কোস্টগার্ডের টহলদলের সদস্যরা অভিযান চালিয়ে এ কারেন্টজাল জব্দ করেন।



পরে বিকেলে শহরের চৌধুরী ঘাট কোস্টগার্ড জেটিতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এ কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. এম এনায়েত উল্লাহ বাংলানিউজকে জানান, কোস্টগার্ড ঢাকা থেকে ছেড়ে আসা এমভি আচল-৬ এবং ফ্লোটিলা লঞ্চে তল্লাশি চালিয়ে এ কারেন্টজাল জব্দ করে। এ জালের আনুমানিক মূল্য ১ কোটি ১ লাখ ৩৬ হাজার টাকা।

নৌপথে অবৈধ মালামাল পাচাররোধে কোস্টগার্ডের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।