ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে মুক্তিযোদ্ধা, গুণীজন ও মেধাবীদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
কমলনগরে মুক্তিযোদ্ধা, গুণীজন ও মেধাবীদের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে বীর মুক্তিযোদ্ধা, গুণীজন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত কমলনগর উপজেলার হাজিরহাট আইয়ুব নগরে-হাজী আইয়ুব ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।



এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

হাজী আইয়ুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. সিরাজুল ইসলাম বাবুলের (আইয়ুব) সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার, লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও এনটিভির বার্তা সম্পাদক আবদুস শহিদ, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক।

এ সময় বক্তব্য রাখেন- হাজিরহাট উপকূল কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ যায়েদ হোসাইন ফারুকী, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.সফিক উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তৌহিদুল ইসলাম ও হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আহসান হাবিব।

সঞ্চালনায় ছিলেন ফলকন জাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার।

সংবর্ধনা অনুষ্ঠানে ভাষা সনৈকি মরহুম মোহাম্মদ তোয়াহা, বিশিষ্ট সাংবাদিক মরহুম সানা উল্ল্যাহ নূরীসহ গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও শতাধিক বীর মুক্তিযোদ্ধা, আয়ুইব ফাউন্ডেশনের চতুর্থ শ্রেণির মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৬১ শিক্ষার্থী, প্রাথমিক সমাপনি পরীক্ষায় জিপি-৫ প্রাপ্ত ৭৭ ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫১ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেডেল, ক্রেস্ট, সনদ ও বৃত্তি প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।