সাভার (ঢাকা): সাভারের কলমা এলাকায় রিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূকে হত্যার করেছে পাষণ্ড স্বামী। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী আনিসুজ্জামান পলাতক রয়েছেন।
শুক্রবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, পোশাক শ্রমিক রিমা আক্তার ও তার স্বামী আনিসুজ্জামান গত ১ জানুয়ারি উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল মান্নানের কলমা এলাকার চারতলা বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। কয়েকদিন পর পাষণ্ড স্বামী তার স্ত্রীকে হত্যার পর ওই কক্ষের বাথরুমের ফলস সিলিংয়ের উপর লাশটি রেখে ফ্লাটের মূল ফটকে তালা ঝুলিয়ে পালিয়ে যান।
শুক্রবার সন্ধ্যায় ওই ফ্লাটের চারতলার খালি থাকা অপর একটি কক্ষ ভাড়া নেন এক ব্যক্তি। এ সময় ওই কক্ষের ভেতর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হতে থাকলে তারা থানায় খবর দেয়।
পরে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের তালা ভেঙে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে।
নিহত রিমা আক্তার ও স্বামী আনিজুজ্জামানের নাম ছাড়া আর কোনো পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এমজেএফ