গাজীপুর: গাজীপুরের টঙ্গীর মরকুন পশ্চিম মিরেরপাড়া এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত মোবারক হোসেন (২৮) নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি এলাকার মধু মিয়ার ছেলে।
টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অজিত কুমার শাহ্ জানান, শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর মরকুন পশ্চিম মিরেরপাড়া এলাকার আবদুর রাজ্জাকের ভাড়া বাড়িতে অভিযান চালায় পুলিশ।
এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া মোবারক হোসেনকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি দীর্ঘ দিন ধরে ওই বাড়িতে ভাড়া থেকে মাদক ব্যবসা করে আসছিল বলেও জানান এএসআই অজিত কুমার।
এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে টঙ্গী থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
আরএস/এমজেএফ