ঢাকা: বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন এবং সেনাবাহিনী ও ব্যবসায়ীদের আলাদা দু’টি অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সেনানিবাসের ইবিআরসির উদ্দেশে রওয়ানা দিবেন।
পরে চট্টগ্রাম সেনানিবাসের ভিভিআইপি গেস্ট হাউজ স্নিগ্ধা’য় বিশ্রাম শেষে দুপুর ২টার দিকে চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের (ইবিআরসি) নবম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন।
বিকেল ৩টার দিকে চট্টগ্রামের বঙ্গবন্ধু এভিনিউ থেকে বঙ্গবন্ধু ম্যুরাল, বঙ্গবন্ধু এডিনিউ, কদমতলী ফ্লাইওভার, বাইপাস রোডের নির্মাণ কাজ এবং রিং রোডের নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সেই সঙ্গে লালখান বাজার থেকে শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি।
সাড়ে ৪টার দিকে আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন এবং দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগদান দেবেন প্রধানমন্ত্রী। শনিবার বিকেলেই তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এমইউএম/এসএইচ